রাশিয়া-আরব সম্মেলনের ঘোষণা পুতিনের

মস্কো আগামী ১৫ অক্টোবর প্রথম রাশিয়া-আরব শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার এ ঘোষণা দেন।
আরব লীগ শীর্ষ সম্মেলনের ৩৪তম অধিবেশনের উদ্বোধন উপলক্ষে ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন আরব লীগের সব সদস্য রাষ্ট্রপ্রধানকে এ সম্মেলনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
তিনি বলেন, রাশিয়া আরব লীগের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখতে এবং এর সদস্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আগ্রহী।
পুতিন বলেন, “আমি আন্তরিকভাবে আরব লীগের সব সদস্য রাষ্ট্রের প্রধান এবং আরব লীগের মহাসচিবকে আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠেয় প্রথম রাশিয়া-আরব শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।”
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন এই শীর্ষ সম্মেলন রাশিয়া ও আরব বিশ্বের মধ্যে বহুপাক্ষিক পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে, যা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।