চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করেছে ভারত: পিটিআই

ভারত জম্মুর রামবান জেলার চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে এবং জম্মু-কাশ্মীরের উত্তরাংশে ঝেলাম নদীর উপর কিশানগঙ্গা বাঁধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এতে বলা হয় বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এই জলবিদ্যুৎ প্রকল্প বাগলিহার ও কিশানগঙ্গা ভারতকে পানি ছাড়া ও প্রত্যাহারের সময় নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে।
২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৮ জন নিহত হয়। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নেয় ভারত। এরমধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত পানিচুক্তি স্থগিতকরণ অন্যতম।