Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নেভির জাহাজের ধাক্কা, নিহত ২

নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নেভির একটি জাহাজ ধাক্কা দিলে কমপক্ষে দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। শহরটির মেয়র এরিক অ্যাডামসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়, রবিবার এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে অ্যাডামস বলেন, “এই মুহূর্তে জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুঃখজনকভাবে আরও ২ জন আঘাতজনিত কারণে মারা গেছেন।”

শনিবার রাতে নিউইয়র্ক সিটির ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে মেক্সিকান নেভির একটি জাহাজের। এতে তিনটি মাস্তুলই ভেঙে যায়। তবে মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ১৪২ বছর পুরোনো এই সেতুটি বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়নি।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ব্রুকলিন ও ম্যানহাটনের মধ্যে সংযোগকারী এই ব্রিজের নিচ দিয়ে জাহাজটি যাওয়ার সময় তার তিনটি মাস্তুলের উপরাংশ আইকনিক এই সেতুর সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে মাস্তুলগুলো ভেঙে পড়তে দেখা যায় এবং কিছু অংশ ব্রিজের ডেকে আছড়ে পড়ে। জাহাজটি বড় আকারের সবুজ, সাদা ও লাল রঙের মেক্সিকান পতাকা ওড়াতে ওড়াতে নদীর কিনারার দিকে ভেসে যায়, আর ততক্ষণে তীরে থাকা মানুষজন আতঙ্কে দৌড়াদৌড়ি করে সরে যায়। ক্ষতিগ্রস্ত মাস্তুলে তখনও কয়েকজন নাবিক ঝুলছিল।

সংঘর্ষের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর :

;