Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

সুদানে সামরিক ঘাটিতে আরএসএফের ড্রোন হামলা, নিহত ৭

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পোর্ট সুদান বিমানবন্দরের আশপাশে একটি সামরিক বিমানঘাঁটিসহ আশেপাশের বেশ কয়েকটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে।

রবিবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই হামলায় একটি সামরিক বিমানঘাঁটি, একটি কার্গো গুদামঘর এবং কিছু বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। পূর্বাঞ্চলীয় শহর পোর্ট সুদানে এটি আরএসএফের প্রথম হামলা। ড্রোন হামলায় একটি গোলাবারুদ ডিপোরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খার্তুম সংবাদদাতা হিবা মরগান বলেন, “পোর্ট শহরের বাসিন্দাদের বরাতে আমরা জেনেছি, আরএসএফ পাঁচটি ড্রোন ব্যবহার করে বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। বেসামরিক ও সামরিক বিমানবন্দর একই স্থানে অবস্থিত।"

তিনি আরও জানান, “বিমানবন্দরের একটি অংশ ব্যবহার হয় বেসামরিক ফ্লাইটের জন্য। তবে একই স্থানে সামরিক ফ্লাইটও ওঠানামা করে। ফলে এই ড্রোন হামলার লক্ষ্য সামরিক স্থাপনাগুলো, না কি বেসামরিক স্থাপনা তা স্পষ্ট নয়।” আরএসএফ শনিবার বিকেলে বিমানবাহিনীর প্রদর্শনীতে প্রদর্শিত যুদ্ধবিমানকে লক্ষ্য করেছিল কি না, তাও নিশ্চিত নয়। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দক্ষিণ সুদানের একটি শহরে হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসাসেবা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’ (MSF)।

এক বিবৃতিতে এমএসএফ জানায়, শনিবার উত্তরাঞ্চলীয় ওল্ড ফ্যাংকে শহরে তাদের হাসপাতাল উদ্দেশ্যমূলকভাবে বোমা হামলার শিকার হয়। এতে শহরের একমাত্র সক্রিয় হাসপাতাল ও ফার্মেসি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

এমএসএফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “আমরা ওল্ড ফ্যাংকের আমাদের হাসপাতালে পরিচালিত এই উদ্দেশ্যপ্রণোদিত বোমা হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”


এই ঘটনার পর দক্ষিণ সুদানে নতুন করে পূর্ণমাত্রার গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে বিভিন্ন সূত্রে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত খবর :

;