Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

৭৮তম কান চলচ্চিত্র উৎসব পর্দা উঠল জমকালো আয়োজনে, নিষিদ্ধ নগ্নতা

জমকালো আয়োজনে পর্দা উঠছে বিশ্ব সিনেমা মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পর্দা উঠে ৭৮তম আসরের। ১২ দিনব্যপী উৎসব চলবে ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে।

উদ্বোধনী আয়োজনে কানের সর্বোচ্চ সম্মাননা পাম দ’র তুলে দেয়া হয় অভিনেতা রবার্ট ডি নিরোর হাতে। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের তার হাতে পুরস্কার তুলে দেন লিওনার্দো ডি ক্যাপ্রিও।

এবার অফিসিয়াল সিনেকশনে জায়গা পেয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। স্বল্পদৈর্ঘ্য শাখায় আছে ১১টি। স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ১২টি সিনেমা। এছাড়া আঁ সাঁতে রিগা শাখায় ২০টি, আউট অব কম্পিটিশন শাখায় আছে ১২টি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৯টি ছবি। কান ক্লাসিক সেশনসে নির্বাচিত ৩০টি, লা সিনেফ শাখায় রয়েছে ১৬ টি সিনেমা।

এবার কানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আদনান আল রাজীবের সিনেমা ‘আলী’। উৎসবের প্রথম দিনে কান ক্ল্যাসিকস বিভাগে প্রদর্শিত হয়েছে চার্লি চ্যাপলিনের সিনেমা ‘দ্য গোল্ড রাশ’। ১৯২৫ সালে মুক্তি পাওয়া নির্বাক এ সিনেমাটির শতবর্ষ পূর্তি উদযাপন করেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

‘দ্য গোল্ড রাশ’ সিনেমা চ্যাপলিন এক ভবঘুরে। সোনার সন্ধানে ঘুরে বেড়ান। সাধারণ মানুষের জীবনের লাঞ্চনা, ব্যর্থতা এই ভবঘুরের মাধ্যমে পর্দায় তুলে আনা হয়েছে। চ্যাপলিন ছাড়া এতে আরও অভিনয় করেন, জর্জিয়া হেল, ম্যাক সোয়াইন, টম মুরে, হেনরি বার্গম্যান, ম্যালকম ওয়েট।

শুধু চ্যাপলিনই না, এবার কান ক্ল্যাসিকসে থাকছে উপমহাদেশের বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়। ‘অরণ্যের দিনরাত্রি’ নিয়ে থাকছেন তিনি। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। আয়োজক সূত্রে জানা গেছে, ‘অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শনীতে উপস্থিত থাকবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, প্রযোজক পূর্ণিমা দত্ত, দ্য ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড সদস্য আমেরিকান চলচ্চিত্র পরিচালক ওয়েস অ্যান্ডারসন, নির্বাহী পরিচালক মার্গারেট বড ও ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর।

এবারের আয়োজন নানা দিক থেকে ভিন্ন বলে জানা গেছে। যেমন এবার নিষিদ্ধ করা হয়েছে নগ্নতা। কানের লাল লাগিচায় বাহারি পোশাকে তারকাদের উপস্থিতি থাকবে কিন্তু পোশাক পছন্দে সতর্কবার্তা দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

২০২২ সালে কানের লালগালিচায় টপলেস হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এক মডেল। তার এ ঘটনা পুরো সিনেমাপাড়ায় বেশ আলোড়ন তৈরি করেছিল। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধের জন্যই এবার নগ্নতা ও লম্বা পোশাক নিষিদ্ধ করে কান কর্তৃপক্ষ। ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের এবারের আসরে পর্দা নামবে ২৪ মে।

সম্পর্কিত খবর :

;