সখী রঙ্গমালা সিনেমায় নাজিফা তুষি

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন নাজিফা তুষি। পরিচিতও বাড়িয়েছেন বেশ। চঞ্চল চৌধুরীর সাথে তার অনবদ্য অভিনয় দাগ কেটেছিল দর্শক হৃদয়ে। অনেকে ধারণা করেছিলেন, নিয়মিত সিনেমায় পাওয়া যাবে তুষিকে। কিন্তু না, ‘হাওয়া’র পর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এ অভিনেত্রী।
এবার তুষিভক্তদের জন্য সুখবর। নতুন সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। সিনেমার নাম ‘সখী রঙ্গমালা’। সরকারি অনদুানে সিনেমাটি নির্মাণ করবেন এন রাশেদ চৌধুরী। সিনেমায় ‘রঙ্গমালা’র চরিত্রে দেখা যাবে তুষিকে। এমনটাই জানিয়েছেন দর্শকপ্রিয় এ নায়িকা।
নাজিফা তুষি জানান, অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। অভিনেত্রীর ভাষায়, ‘প্রায় দুইশো বছর আগের গল্প, স্পিরিচুয়াল বিষয় নিয়ে কাজ; মনে হয়েছে এই কাজটা আমার করা উচিত। এরকম একটা ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটা চরিত্র হতে পারাটাও আনন্দের। সিনেমাটির গল্প নোয়াখালীর জমিদার পরিবারের, আমি নিজেও নোয়াখালীর মেয়ে; সেদিক থেকে একটা অন্যরকম ভালো লাগা তো আছেই। সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ করছি।’
চলতি বছর ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। এরই মধ্যে শেষ হয়েছে একলটের কাজ। পরবর্তী লটের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে টিম ‘সখী রঙ্গমালা’। ২০২৩-২৪ সালে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’ সিনেমায় আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। চলতি বছর শেষের দিকে মুক্তির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে কাজ। এমনটাই জানিয়েছেন নির্মাতা এন রাশেদ চৌধুরী।