স্কুলছাত্রীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় নিজের স্কুলপড়ুয়া মেয়েকে বিয়েতে রাজি না হওয়ায় এক রিকশাচালক বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিতু ইসলামকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৮–১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিহত রিকশাচালক শাকিল মিয়ার স্ত্রী মালেকা বেগম আজ রোববার (১৫ জুন) বগুড়া সদর থানায় মামলাটি করেন। পুলিশ ইতিমধ্যে জিতু ইসলামসহ তার দুই সহযোগী—শফিকুল হাসান (২৮) ও মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, মামলার এজাহারে বলা হয়েছে, জিতু ইসলাম স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। শাকিল রাজি না হওয়ায় তাকে মারধর করে হত্যা করা হয়। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।
ঘটনার পর স্বেচ্ছাসেবক দল জিতু ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে জিতুকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় দফতরে চিঠি পাঠানো হয়। পরে কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যার আগে শহরের ফুলবাড়ী মধ্যপাড়া, করতোয়া নদীর ঘাটসংলগ্ন এলাকায়। সেখানেই শাকিল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।