Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে সোয়া ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

বগুরায় দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথবাহিনি। অভিযান চালিয়ে ওই ক্লিনিক কর্তৃপক্ষকে আর্থিক জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। রোববার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ওই ক্লিনিকে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুঁসলিয়ে দালাল চক্রের সদস্যরা বেসরকারি এই ক্লিনিকে নিয়ে আসেন। নানান পরীক্ষা-নীরিক্ষার পর ভূয়া রিপোর্ট ধরিয়ে দিয়ে রোগীদের ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয় ক্লিনিক কর্তৃপক্ষ। যৌথবাহিনির অভিযানে মেলে এর সত্যতা। এছাড়াও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারসহ নানান অনিয়মের অভিযোগে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়৷ ওই সময় দালাল চক্রের মাধ্যমে ৬ রোগীর কাছ থেকে হাতিয়ে নেয়া ১২ হাজার টাকা ফেরত দেয় দিগন্ত ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। আর ক্লিনিকের ভূয়া রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়ায় ডা. আবু আহমেদ ফয়সালের কাছ থেকে নেওয়া হয় মুচলেকা। দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযানে জেলা প্রশসানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম ও সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ নেতৃত্ব দেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক উপস্থিত ছিলেন।

এরআগে ২০২২ সালে একই অভিযোগগুলোতে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ২০২৪ সালে দেড় লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসন৷

সম্পর্কিত খবর :

;