ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে একের পর এক বিস্ফোরণ, আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৪ জুন) ভোর সাড়ে চারটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ট্রাকটিতে দুই শতাধিক গ্যাস সিলিন্ডার ছিল। সড়কটির বেহাল অবস্থার কারণে ট্রাকটি উল্টে গেলে সিলিন্ডারগুলোতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আশপাশের এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়কের খারাপ অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে।”
সড়কটি দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।