ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে পিতা-পুত্রসহ ৫ জন নিহত

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনা তলা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ পাঁচজন নিহত হয়েছে।
আজ বুধবার (৪ জুন) সকাল ৭ টার দিকে ঢাকাগামী "মোরল পরিবহন" নামে একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রা (থ্রি-হুইলারের) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে টেকেরহাটগামী মাহিন্দ্রা যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রায় থাকা পাঁচ যাত্রী নিহত হন এবং চারজন গুরুতর আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মিজানুর মাতুব্বর (৫০), পিতা লতিফ মাতুব্বর, গ্রাম চৌকিঘাটা, ইউনিয়ন ঘারুয়া, ভাঙ্গা, ফরিদপুর। ইব্রাহীম সর্দার (৭০) ও তার পুত্র মনির সর্দার (৪০), শিবচর উপজেলা, মাদারীপুর। তারা মিয়া (৫০), পিতা বাদশা মিয়া, একই এলাকার। অপর নিহত আরেক ব্যক্তির নাম ও পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
মাদারীপুর রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো. শাহিনুর আলম খান বলেন, "বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আমরা নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছি এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।