Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

নাটোরে পিকআপের ধাক্কায় নিহত ২

নাটোর সদর উপজেলায় একটি পিকআপে চাকা লাগানোর সময় অপর একটি পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন আম ব্যবসায়ী ও পিকআপ চালক। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান, নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।

তিনি জানান, চাকা ফেটে বিকল হওয়া পিকাআপটিতে নতুন চাকা লাগানোর সময় পেছন থেকে আরেকটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে চলে যায়। নিহত আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০) এবং পিকআপ চালক রনি (৩৫) পাবনার সাথিয়া এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আব্দুল মজিদ চাপাইনবাগঞ্জের কানসাট থেকে আম কিনে পিকআপ যোগে পাবনার বেড়ায় যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ১১টা থেকে নাটোর শহরে চকবৈদ্যনাথ এলাকায় পিকআপের টায়ার ফেটে যায়। এসময় চালক রনি ও আম ব্যবসায়ী আব্দুল মজিদ পিকআপটির পেছনে বেঁধে রাখা একটি অতিরিক্ত চাকা খুলতে পেছনে আসেন। এসময় পেছন থেকে আরেকটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক আমরা অজ্ঞাত পিকআপটি সনাক্তের চেষ্টা করছি। নিহতের স্বজনেরা সকালে মরদেহ নিয়ে গিয়েছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

সম্পর্কিত খবর :

;