বাওড়ের অধিকার প্রকৃত মৎসজীবীদের : উপদেষ্টা ফরিদা আখতার

প্রকৃত মৎসজীবীদের মাঝে বাওড়ের অধিকার ফিরিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ মঙ্গলবার ঝিনাইদহের কোটচাঁদপুরে মৎসজীবী সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এর এর আগে তিনি স্থানীয় বলুহর বাওড় পরিদর্শন করেন এবং বাওড় পাড়ের মৎসজীবী হালদার সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় বলুহর বাওড় পরিদর্শন করেন উপদেষ্টা। পরে বেলা সাড়ে ১১টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মৎসজীবী হালদার সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস কর্মকর্তা, কর্মকর্তা মোতালেব হোসেন।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।