আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক : এটিএম আজহার

অবশেষে১৪ বছর পরকারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম। আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) মো. জাহাঙ্গীর কবির।
হাসপাতাল গেটে দলীয় নেতাকর্মীদের সংক্ষিপ্ত অভ্যর্থনা শেষে শাহবাগ মোড়ে পথসভায় যোগ দেন তিনি। সেখানে জামায়াতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আবেগঘন বক্তব্য দেন এটিএম আজহার।
কান্নাজড়িত কণ্ঠে সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ‘প্রায় ১৪ বছর পর আমি আজ ছাড়া পেলাম। আমি এখন মুক্ত। আমি এখন স্বাধীন, আলহামদুলিল্লাহ। আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক। আল্লাহ যদি তৌফিক দেন, অবশ্যই বাকি জীবন আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ।’ এসময় তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় আদালতকে এবং ৫ আগস্ট অত্যাচারী স্বৈরশাসকের পতন ঘটানোর জন্য জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানান।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও সমাবেশে বক্তব্য দেন।