স্টাফ রির্পোটার অভয়নগর(যশোর):
অভয়নগরে ১৩ বছর বয়সের মাদ্রাসা ছাত্র নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভয়নগর থানায় অভিযোগ করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ৪নং ওয়ার্ডের বেঙ্গল গেট এলাকার মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ সিয়াম(১৩), নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। জানা যায়, ছেলেটি স্থানীয় ইহইয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজী শাখার শিক্ষার্থী। এ বিষয়ে গত ৪ অক্টোবর মঙ্গলবার ছেলেটির পিতা বাদি হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে ছেলেটির পিতা মোঃ আমিনুর রহমান বলেন, আমার ছেলে সিয়াম গত ৩ অক্টোবর সোমবার দুপুরে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসার সময় পড়ে গিয়ে গায়ে কাঁদা মাটি লাগে, কাঁদা মাটি মাখা অবস্থায় বাড়ি আসলে ওর মা বকাবকি করে। ছেলে কাউকে কিছু না বলে মাদ্রাসার বেডিং পত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পাশে একটি ছেলের কাছে বেডিং পত্র দিয়ে বলে যায়, আমি দুই তিনদিন বেড়াতে যাচ্ছি। এদিকে কে বা কারা একটি মোবাইল ০১৭৫৪২২৫৮৪৫ নম্বর থেকে আমার কাছে তিনহাজার টাকা দাবি করে। এবং ছেলে তাদের কাছে এই বলে জানায়। আমার ছেলেকে ফেরতের জন্য টাকা দিলে ছেলে ফেরত দিবে। সেই থেকে আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছিনা ছেলে হারনোর শোকে আমি পাগল হয়ে গেছি আপনারা আমার ছেলেকে খুঁজে দিন, এই বলে ছেলেটির পিতা হাউমাউ করে কেঁদে ফেলেন। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, একটি ছেলে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।