প্রতিনিধি অভয়নগর:
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ্ আব্দুল মুকিত জিলানী। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, মাওলানা শহিদুল ইসলাম। পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।