স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর):
যশোরের অভয়নগরে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, মুক্তিযোদ্ধা কমাÐ সংসদের আহবায়ক আলী আহম্মেদ খান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান প্রমুখ।