প্রতিনিধি অভয়নগর:
যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তর আমদানি কারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রæপের সেলস্ এন্ড মার্কেটিং হেড মিজানুর রহমান জনিকে গুম-হত্যার হুমকি দিয়েছে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রামের মৃত মুনছুর আহমেদ এর ছেলে শাহনেওয়াজ কবির শাহিন । এ ব্যাপারে অভয়নগর থানায় শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, মিজানুর রহমান জনির ছোট বোন মোসাঃ শবনম জাহান কেয়ার স্বামী মঞ্জুরুল কবির স¤প্রতি মৃত্যু বরণ করেন। তার দুইটি কন্যা সন্তান রয়েছে। সেই সন্তান-স্ত্রীর সম্পত্তি বুঝে পাইবার জন্য বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করে তার স্ত্রী শবনম জাহান কেয়া। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নেটিশের মাধ্যমে উভয় পক্ষকে শালিশী বৈঠকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু মৃত মঞ্জুরুল কবিরের ভাই বিবাদী শাহনেওয়াজ কবির শাহিন শালিশী বৈঠকে হাজির না হয়ে বিভিন্ন মাধ্যমে মিজানুর রহমান জনি ও তার পরিবারকে অশ্বালীন গালিগালাজ করে এবং ৫ মিনিটের মধ্যে গুম করে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে জানা যায়। এব্যাপারে নিরাপত্তা চেয়ে নোয়াপাড়া গ্রæপের সেলস্ এন্ড মার্কেটিং হেড মিজানুর রহমান জনিকে জীবনের নিরাপত্তা চেয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মিজানুর রহমান জনি জানান, শাহনেওয়াজ কবির শাহিন আমাকে হুমকি দিচ্ছে। আমার বোন ও ভাগনিদের প্রাপ্ত কোন সম্পত্তি দিবে না। তাদেরকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। এব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগটি পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।