মো: হাদিউজ্জামান :
ফুলতলায় নাওদাড়ী যুব সংঘের উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন, কোরআনের পাখিদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের নাওদাড়ী গ্রামে উক্ত ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন, হাফেজে কোরআন সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। ৪নং ফুলতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাওদাড়ী গ্রামে গত ৮ ও ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে এলাকার যুবকদের সংগঠন নাওদাড়ী যুব সংঘ। ২য় দিন শুক্রবার সন্ধ্যায় হাফেজে কোরআন সংবর্ধনা এবং ২০২২ সেশনের এসএসসি/সমমানের পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি মফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহিউদ্দিন মহির। সংগঠনের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান এর ব্যবস্থাপনায় ও জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন- যুব সংঘের সহ সাধারণ সম্পাদক আবু ওবাইদা। সংগঠনের নীতিমালা ও আগামী দিনের সামাজিক অগ্রগতির পরিকল্পনার চিত্র তুলে ধরেন যুব সংঘের সহ সভাপতি বেলাল হোসেন বিপ্লব। প্রধান অতিথি যুব সংঘের এ আয়োজনকে বাহবা দেন এবং আগামীদিনে যুবকদেরকে মাদকও নিরক্ষরতা মুক্ত যুবসমাজ গঠনে কাজ করে যাওয়ার দাবি রাখেন। এসময় এলাকার হাফেজে কোরআন নাহিয়ান আহমেদ ও তার পিতা মাতা কে সম্মাননা দেওয়া হয় এবং পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এলাকার বয়োজ্যেষ্ঠ আবুল কাশেম মহলদার, ডা. মইনুল হাসান, মাষ্টার হাবিবুর রহমান, পেশ ইমাম হাফেজ আব্দুল্লাহ, মাহবুবুর রহমান, রুহুল আমিন, মইনউদ্দিন, এনামুল কবীর, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম টুটুল প্রমুখ।