এবার রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান নানা ধরণের ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে চতুর্থ চালান সরাসরি মোংলা বন্দরে এসে পৌছেছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি ইসানিয়া। রাশিয়ার নবরাশিশ বন্দর থেকে এ পণ্য নিয়ে ছেড়ে আসা জাহাজটি রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।
জাহাজটিতে ২৭৪ প্যাকেজের ৯৮৭ মেট্টিক টন ওজনের ইলেকট্রিক্যাল মালামাল রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মাঝখানে সাময়িক রূপপুরের মালামাল আসা বন্ধ ছিল। কিন্তু আবারও রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল আসতে শুরু করেছে মোংলা বন্দরে। তারই ধারাবাহিকতায় রাশিয়া থেকে রূপপুরের চতুর্থ চালানের মালামাল নিয়ে এম,ভি ইসানিয়া রবিবার সকালে মোংলা বন্দরে এসে পৌঁছেছে।