অভয়নগর(যশোর) প্রতিনিধি:
অভয়নগরে দূর্গাপূজা উপলক্ষ্যে অভয়নগর থানার আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় থানার ওসি একেএম শামীম হাসান গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্দির সার্বক্ষনিক পরিদর্শন করছেন।মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দফতর সম্পাদক শাহিন আহমেদ, নিবার্হী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, থানার এসআই নিয়ামুল হক, ও বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি সম্পাদক, বিট পুলিশসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি জানান, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য পুলিশ সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিপপ্রায় চালায় সেটা পুলিশ কঠোর হস্তে দমনে দৃড় প্রতিজ্ঞ। নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে দূর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে। সকল মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনতে ও সকল মন্দিরের কর্মকর্তাদেরকে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল অনুষ্ঠান সম্পন্ন করার আহবান জানান।